সারাদেশ

শ্যামনগরে ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১৭ শিক্ষার্থী কমপিটেন্ট 

রনজিৎ বর্মন শ্যামনগর ( সাতক্ষীরা)
প্রতিনিধি : সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীনে অ্যাসেসমেন্টে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১৭ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে।
 শনিবার (৩১মে) অনুষ্ঠিত টেইলারিং এন্ড ড্রেস মেকিং  লেভেল-২ অ্যাসেসমেন্টে ২০জন শিক্ষার্থী অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্টে ১৭ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। অ্যাসেসর হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী আক্তার ও তারানা তাবাসসুম এবং এনএসডিএ-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশিকুল ইসলাম। কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের আন্তরিক  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কো-অডিনেটর মো. অহিদুজ্জামান লিটন, টিডিএম প্রশিক্ষক নাজমুন নাহার, আসমা উল হুসনা ও আলেয়া খাতুন। ভাব বাংলাদেশের পক্ষ থেকে  শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,