ফরিদগঞ্জে সরকারি ত্রান আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মো: সোহেল রানা, ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রুপসা(দঃ) ইউনিয়ন চেয়ারম্যান শরীফ হোসেনকে সরকারি ত্রান আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
০১ ডিসেম্বর ২০২৪ইং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব পলি কর এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ কার্যকর করা হয়। উপ সচিবের স্মারক নং-৪৬,০০,১৩০০,০০০:০১৭,২৭.০০০৩.২২-৯১৯ এই আদেশ জারি করা।
প্রজ্ঞাপনে বলা হয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শরীফ হোসেন এর বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদাম ঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন, চাঁদপুর এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ০১ ডিসেম্বর ২০২৪ তারিখের ৯১৮ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনযায়ী কেন আপনার পদ হতে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, চাঁদপুর এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা জারি করা।উল্লেখ্য যে পতিত আওয়ামী সরকারের পতনের পর ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এলাকা ছেড়ে আত্নগোপনে চলে যান। এরপর ঐ এলাকার জনসাধারণ তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তাকে অপসারণের জোর দাবী জানান।জনসাধারণের অভিযোগ রয়েছে চেয়ারম্যান শরীফ হোসেনের আওয়ামিলীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নানাহ অনিয়ম সাথে জড়িত ছিলো।
সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের নির্দেশের অনুলিপি ০১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে নিন্মলিখিত প্রশাসনে প্রেরণ করা হয়েছে। যা জৈষ্ঠ্যানুসারে নহে। জেলা প্রশাসক, চাঁদপুর, সচিবের একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ সংলাদেশ সচিবালয়, ঢাকা,উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ, চাঁদপুর,অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা,যুগ্মসচিব (ইউপি)-এর ব্যক্তিগত কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা