রাজবাড়ীতে আম খাওয়া নিয়ে মেয়ের সঙ্গে ঝগড়া করে মায়ের আত্মহত্যা !

বোরহান উদ্দিন
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে মেয়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে এক মায়ের আত্মহত্যা।
মঙ্গলবার ৩ জুন ভোর রাতে নিজ বাড়ির পেয়ারা গাছের সঙ্গে ছাগলের রসি দিয়ে গলায় ফাঁস নিয়ে এক মহিলার আত্মহত্যা।
মৃত ওই মহিলা হলেন, উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া গ্রামের তুশি মন্ডলের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম ৫৩।
মৃত ওই মহিলার ছেলে লালচাদ বলেন, আমার মা এর আগেও ৩ বার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। গতকাল আমার বোনের সাথে আম খাওয়া নিয়ে ঝগড়া হয়। আমার বোনের উপর অভিমান করে আমার মা আমাদের বাড়ির একটি পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। রাতে আনুমানিক কয়টার সময় আমার মা গলায় ফাঁস নিয়েছে সেটা আমরা কেউ জানিনা। সকালে ঘুম থেকে উঠে দেখি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে মৃত অবস্থায় ঝুলে রয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, সকালে খবর পাই পাংশা থানাধীন হাবাসপুর ইউনিয়নে জাহানারা বেগম নামের একটি মহিলা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।