ফেনী জেলার পশুর-হাট পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান।

ফেনী জেলার পশুর-হাট পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলার পশুর-হাট পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান।৩ জুন সোমবার ফেনী জেলার বিভিন্ন পশুর-হাট পরিদর্শন করেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।পরিদর্শনকালে হাটের ইজারা দারদের,ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন পুলিশ সুপার।গরু ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকতে হবে।জাল টাকা সনাক্তের জন্য মেশিন রয়েছে প্রয়োজনে সহায়তা নেবেন।গরু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হলে ফেনী জেলা পুলিশকে অবহিত করতে অনুরোধ করেন।এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)অতিরিক্ত দ্বায়িত্বে (ক্রাইম এন্ড অপস্),ফেনী মুঃসাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী।
মশি উদ দৌলা রুবেল,ফেনী
০১৮১৪৯৪৮০৬২