সারাদেশ

পুলিশের অভিযানে চোলাই মদ নষ্ট

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের অভিযানে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম নষ্ট করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস টিম।
বুধবার (৪ জুন) বিকালে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর সাওতাল পাড়ায় কয়েক জনের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম নষ্ট করে পুলিশ।
স্থানীয়রা জানায়, তারা শুধু চোলাই মদ তৈরী করে নিজেই খায় না বিক্রিও করে। এখানে ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকও বিক্রি হয়। এভাবে প্রকাশ্যে চোলাই মদ বিক্রি হওয়ায় আমাদের এলাকার যুবক ছেলেগুলো মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। প্রশাসনকে এমন অভিযান অব্যহত রাখার অনুরোধ জানাচ্ছি আমরা।
দবিরুল নামে একজন বলেন, বিভিন্ন জায়গা থেকে নেশাখোরেরা এসে নেশাগ্রস্ত হয়ে রাতের বেলায় পড়ে থাকে এবং রাস্তায় একাই কেউ কোথাও গেলে তাকে আটকিয়ে তার সবকিছু ছিনতাই করে নেয়। এমন অভিযান পরিচালনা করার জন্য বালিয়াডাঙ্গী থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি এখানে চোলাই মদ তৈরী করে বিক্রি করা হয়। সে সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর সরঞ্জাম ও চোলাই মদ নষ্ট করে দেয় এবং তাদেরকে বলেছি তারা যদি আবার বিক্রি করার জন্য মদ তৈরী করে এবার তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করবো। আমাদের অভিযান অব্যহত থাকবে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সেখানে চোলাই মদ তৈরী ও বিক্রি হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে তদন্ত ওসি সহ আমাদের বালিয়াডাঙ্গী থানা পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর সরঞ্জাম ও চোলাই মদ নষ্ট করেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,