চাঁদপুরের অর্ধশত গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর) চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর ও কচুয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামে আজ শুক্রবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
সকালে হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাদরা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে সকাল ৯টায়, যার ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের জামাতে শিশু, তরুণ ও বৃদ্ধসহ সকল বয়সের মানুষ অংশ নেন।
জানা গেছে, ১৯২৮ সালে সাদরা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের অনুসরণে আগাম ঈদ উদযাপন শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এই প্রথা চলে আসছে।