সারাদেশ

পলাশবাড়ীতে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ নিহত -৩ আহত -৩

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
গাইবান্ধার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইক সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
৬ মে শুক্রবার বিকেলে গাইবান্ধা থেকে ঢাকাগামী রিতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ী উপজেলার দোকানঘড় নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
নিহতরা  হলেন উপজেলার বেতকাপা ইউপির খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে অটো চালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত(১৮) ও ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুরুল (১৮)।
আহতদ ৩ জন কে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,