সারাদেশ

দশমিনায় মাদক সম্রাট শাহিন ইয়াবা সহ গ্রেফতার 

মোঃজায়েদ হোসেন,
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনায় মাদক সম্রাট নামে খ্যাত
শাহীন খলিফা (২৪) নামে এক  মাদক ব্যবসায়ীকে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করছে দশমিনা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরের ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার আলিপুর ইউনিয়নের পশ্চিম আলিপুর এলাকার মাদক ব্যবসায়ীর নিজ বাড়ি সামনে ইয়াবা বিক্রয় কালে  তাকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিচ ইয়াবা পাওয়া যায় পরে ইয়াবা গুলো জব্দ করা হয়।
গ্রেফতার কৃত শাহীন খলিফা উপজেলার ২ নং আলিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম আলিপুর গ্রামের মুজিবুর রহমান খলিফার ছেলে। তার ওই এলাকায় মাদক সম্রাট নামে বেশ পরিচিত রয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার  মধ্যরাত ১.৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নিরস্ত্র গোবিন্দ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ পিচ ইয়াবা সহ শাহীন খলিফাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান,শাহীন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইয়াবার ব্যবসা করতো। আজ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে  ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । বৃহস্পতিবারই আদালতে প্রেরন করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,