সারাদেশ

পরিবহন সেবার মান বৃদ্ধিতে গোবিপ্রবি প্রশাসনের অনন্য উদ্যোগ

গোবিপ্রবি প্রতিনিধি:-
শিক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবহন সেবা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে তিনটি অচল গাড়ি সচল করার পাশাপাশি যাবতীয় মেরামতের কাজ চলমান রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নির্দেশে এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।
পরিবহন প্রশাসক মো. হাশেম রেজা বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি গাড়ি মেরামতের অভাবে অচল হয়ে পড়েছিলো। সম্প্রতি উপাচার্য মহোদয়ের উদ্যোগে একটি মাইক্রোবাস ও দুইটি জিপসহ তিনটি গাড়ি সচল করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মেরামতের কাজ করানো হয়েছে। এছাড়া প্রায় সকল বাসের বেশকিছু জানালার কাঁচ ভাঙা ছিলো। এতে অনেক সময় শিক্ষার্থীদের বৃষ্টির পানিতে ভিজতে হতো। আবার শীতকালে ঠাণ্ডা বাতাস সহ্য করে তাদের যাতায়াত করতে হতো। এসব সমস্যা দূর করে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সম্প্রতি সকল বাসের জানালার ভাঙা কাঁচ মেরামত করা হয়েছে।
অন্যদিকে গরমের কথা মাথায় রেখে সকল বাসের ফ্যান মেরামতের কাজ চলমান রয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সকল বাসে নতুন করে রঙের কাজ করা হবে বলেও জানান পরিবহন প্রশাসক মো. হাশেম রেজা।
এর আগে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য প্রতি ঘণ্টায় বাস চলাচলের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বাস চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। তারই ধারাবাহিকতায় পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আসতে শুরু করেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,