সারাদেশ

সিরাজগঞ্জে মিশু চালকের মরা দেহ উদ্ধার 

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রক্তাক্ত অবস্থায় ইসলাম শেখ (২৪) নামে এক মিশু চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাসবাড়ী এলাকার মনির আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজারসংলগ্ন পাকা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কামারখন্দ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান,গভীর রাতে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানান তাঁরা। যুবকের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানার জন্য কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফক বলেন মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইসলাম সিলেট মিশু চালক, মিশু গাড়িটি ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,