সারাদেশ

লাহারকান্দি ইউপিতে জামায়াত থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব শরীফ

লক্ষ্মীপুর প্রতিনিধি ,রবিন হোসেন তাসকিন :

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদ আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত হয়েছেন মাওলানা আবু শরীফ ইয়াকুব।

 

শুক্রবার (২০ জুন) বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াত কর্তৃক আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে স্থানীয় ইউপি,পৌরসভা,উপজেলা পরিষদ,জেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র পদে নির্বাচন করার জন্য প্রার্থী মনোনীত করা হয়। সেখানে লাহারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াকুব শরীফ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

 

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়া মাওলানা আবু শরীফ ইয়াকুব বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ ও কর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,উনাদের সহযোগিতা ও প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে আমাকে লাহারকান্দি ইউনিয়ন বাসীর সেবা করার জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমি লাহারকান্দি ইউনিয়ন-বাসীর কাছে দোয়া প্রার্থী,চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমি লাহারকান্দি ইউনিয়ন কে লক্ষ্মীপুর জেলায় একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে কাজ করে যাবো,ইনশাআল্লাহ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,