সারাদেশ

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অ্যালকোহল ও কাঁচামাল উদ্ধার

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় একটি টিনসেড বাড়িতে অবৈধভাবে মজুত রাখা অ্যালকোহল ও অ্যালকোহল তৈরির কাঁচামাল উদ্ধার করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল। বৃহস্পতিবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মোলামগাড়ী এলাকায় থেকে এসব উদ্ধার করা হয়।
জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়ের ওই বাড়ি থেকে ২৫ বোতল অ্যালকোহল এবং ২০ লিটার কাঁচামাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত দ্রব্যাদি ধ্বংস করে ফেলা হয় এবং অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,