সারাদেশ

জয়পুরহাটে পোল্ট্রি ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার সংলগ্ন ইসমাইল হোসেন টুকু নামে এক পোল্ট্রি ও হ্যাচারি ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ ওয়াহাবসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
শুক্রবার দিবাগত গভীর রাতে তাঁর বাসা ‘মিশু নীড়ে’ ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে ইসমাইল হোসেন টুকু ও তাঁর স্ত্রী বিলকিস আরাকে মারধর করে বেঁধে রেখে ঘরের আলমি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা নগদ প্রায় পাঁচ লাখ
টাকা, প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা দামের ছয়টি ঘড়ি লুট করেছে। তবে থানার ওসির পরামর্শে মামলায় ৩০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জানান এ ঘটনার তথ্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,