সারাদেশ

দূর্ঘটনা এড়াতে ঠাকুরগাঁও হতে বালিয়াডাঙ্গী – লাহিড়ী ও নেকমরদ রুটে বাস চলাচল শুরু হচ্ছে আজ

মোঃ মনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ‘নিরাপদ পরিবহন, নিরাপদ সড়ক’- স্লোগান সামনে রেখে সাধারণ যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও হতে বালিয়াডাঙ্গী – লাহিড়ী ও নেকমরদ রুটে আবারো নিয়মিত বাস চলাচল শুরু হতে যাচ্ছে।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সম্মেলনকক্ষে  আলোচনাসভার সিদ্ধান্ত মোতাবেক  আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টা থেকে বালিয়াডাঙ্গী -লাহিড়ী ও নেকমরদ রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হবে।যাত্রীদের সুবিধার কথা ভেবে এবং যাত্রীদের বাস ভ্রমণে আগ্রহ বাড়াতে অন্যান্য যানবাহনে তুলনায় ভাড়াও কিছুটা কমিয়ে আনা হয়েছে।

আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত হলো, ২৫ জুন থেকে নিয়মিত ও সময়মতো গেটলক বাস চলবে। প্রতিটি স্টপেজে নির্ধারিত সময় উল্লেখ করে বাস সময়সূচির চার্ট টানানো হবে। যাত্রী সেবার মান উন্নয়নে নেয়া হবে নতুন উদ্যোগ।

সচেতনতা কার্যক্রম চালানো হবে নিরাপদ বাহন ব্যবহারে উৎসাহিত করতে এবং যাত্রীদের মাঝে প্রচার চালিয়ে বাস সেবার গুরুত্ব তুলে ধরা হবে।আজ থেকে চারটি বাস নির্ধারিত সময়ে গেটলক আকারে চলাচল করবে যাত্রীর সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে এবং ৩০ মিনিট পর পর বাস সার্ভিস চালু থাকবে বলে  জানা গেছে।উ

উদ্যোক্তারা আহ্বান জানিয়ে বলেন, ‘‘আসুন আমরা নিরাপদ যাত্রার জন্য বাস সার্ভিস ব্যবহার করি। বিপজ্জনক ও অনিরাপদ বাহন এড়িয়ে চলি।’’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,