সারাদেশ

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন 

শার্শা প্রতিনিধি :
বেনাপোল রেলওয়ে (লেবার) শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী-কে মোবাইল ফোনে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
বুধবার ২৫ জুন বিকাল ৪:৩০ সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।
গত ২১ জুন রেলওয়ে শ্রমিকদের সংবাদ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রচার হলে, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের, যুগ্ম-আহ্বায়ক, সবুর হোসেন,তিনি ক্ষমতাবান ও প্রভাবশালী নেতা হিসাবে দাপটের সাথে নিজেকে পরিচয়দেন এবং মোবাইল ফোনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকিধামকি প্রদান করে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে গত২১ জুন রাতে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। উক্ত ঘটনাটি শার্শা উপজেলা সাংবাদিক সমাজে বিরুপ প্রভাব পড়ায় সন্ত্রাসী সবুর হোসেনকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানন নির্যাতিত রেলওয়ে শ্রমিক সহ সর্বস্তরের সংবাদকর্মীরা।
এসময় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ সহ শার্শা-বেনাপোলের সর্বস্তরের সাংবাদিক ও নির্যাতিত রেলওয়ে শ্রমিকরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,