সারাদেশ

পঞ্চগড়ে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
প্লাষ্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে বর্নাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
 ২৫ জুন বুধবার  সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি বের হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আযোজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে দুপুরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট মো: সাবেত আলী। এসময়  অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, বাপার সহ সভাপতি কাজী মকছেদ,  পরিবেশ বন্ধুর পরিচালক তানবিরুল বারী নয়ন প্রমুখ ।
এর আগে জেলা পরিবেশ
অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসানের মাধ্যমে পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। শোভাযাত্রা ও আলোচনায় পরিবেশ কর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। নিজস্ব সংগঠনের ব্যানার সম্বলিত পরিবেশ বাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর, পরিবেশ বন্ধু, সবুজ আন্দোলন, বন্ধু ফাউন্ডেশান সহ অন্যান্য সংগঠনরা অংশ নেয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,