সারাদেশ

সাতক্ষীরার সকল সরকারি ও বেসরকারি অফিসে ডোপ টেস্টের নির্দেশ ডিসির

 

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরাকে মাদক মুক্ত করতে প্রতিটি সরকারি, বেসরকারি ও এনজিও কর্মকর্তা ও কর্মচারীদের ডোপ টেস্টে করা এবং মাদকের সাথে যুক্ত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটির গঠন করা দরকার। তা হলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।
“জীবন একটাই, তাকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ একথা বলেন।
সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম। শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষযক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ইমু প্রমুখ।
জেলা প্রশাসক আরো বলেন, আমরা বসে থাকতে আসিনি। আর জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। আপনারা প্রতিটি সরকার প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের সব কর্মীর ডোপ টেস্ট করবেন। প্রতিষ্ঠানগুলো টেস্ট করে আমাকে রিপোর্ট দেবেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। এজন্য মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবার ও সমাজকে মাদকের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, স্বাস্থ্য ও মানবিক সংকটে মাদকের চ্যালেঞ্জের প্রভাবের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,