সারাদেশ

পলাশে জমি নিয়ে বিরোধে সবজি ও ফলের গাছ কেটে ফেলার অভিযোগ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে তিন শতাধিক কচু গাছ ও ৩০ টি কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে লাভলী বেগমের জমিতে এই ঘটনা ঘটে। এতে লাভলী বেগমের ৩০ হাজার টাকা ক্ষতি হয়।
ভুক্তভোগী লাভলী বেগম জানান, তার ভাই মাহবুব আলম মন্টি গত ৫ বছর আগে বালিয়া মোড়ের বড় মসজিদের পাশে ৫ শতাংশ জমি কিনেন। ভাই প্রবাসে থাকায় সেই জমিতে ফসল করে আসছেন লাভলী বেগম। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বালিয়া গ্রামের সুমন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল তার ভাইয়ের। এরই জের ধরে রাতে সুমম মিয়ার পরিবারের লোকজন দা দিয়ে জমিতে রোপণ করা সব কচু গাছ ও কলা গাছ কেটে ফেলে। সকালে জমিতে এসে এসব কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে ভুক্তভোগী লাভলী বেগম পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন
পলাশ থানার ওসি মনির হোসেন জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,