সারাদেশ

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ র‌্যাব-১২, এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলংগা হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ রোববার (২৯ জুন) বিকা‌লে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি বিষয়টি নিশ্চিত করেন। এর আ‌গে গতকাল শনিবার রাতে হাটিকুমরুল এলাকার ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মৃত নৈমুদ্দিনের ছে‌লে মোঃ মামুন
ও মৃত বিজয় কর্মকারের ছে‌লে শ্রী সুমন কর্মকার (৩৫)।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে আসছিল। তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাদক সরবরাহ ও বিক্রয়ের কাজ চালাতো। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও ৩টি মোবাইল ফোন এবং হেরোইন বিক্রির নগদ ২২,০৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,