সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর কাছে ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ওই পরীক্ষার্থীকে সন্দেহজনক আচরণের ভিত্তিতে পরীক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষণ করা হয়।
পরে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভিজিল্যান্স টিমের সদস্যরা তার কাছে একটি ইলেকট্রিক ডিভাইস (সম্ভবত মোবাইল ফোন বা ইয়ারবাড জাতীয় প্রযুক্তি) উদ্ধার করেন। নিয়ম অনুযায়ী, ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় এবং সংশ্লিষ্ট বোর্ডে বিষয়টি রিপোর্ট আকারে পাঠানো হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রযুক্তি ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কোনোভাবেই অনিয়ম বরদাশত করা হবে না।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,