সারাদেশ

জামালপুরে জুলাই আন্দোলনে নিহত সদ্য’র কবর জিয়ারত করেছে এনসিপি

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল(মঙ্গলবার) জামালপুর জেলা ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক শহীদ সদ্য’র কবর জিয়ারত করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির জামালপুর জেলা নবগঠিত সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাহিদুর রহমান সম্রাটের নেতৃত্বে গতকাল পহেলা জুলাই বিকেল ৪ টায় জুলাই আন্দোলনে সদর উপজেলার ২নং শরীফপুর ইউনিয়নের শহীদ সাফওয়ান আকতার (সদ্য) এর কবর জিয়ারত করেন।

শহীদ সাফ‌ওয়ান আকতার (সদ্য) সাভার ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং ৫ ই আগস্ট ২০২৪ এ পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী খলিলুর রহমান লিটন, ফজলুর রহমান, জেলা কমিটির সদস্য রাকিব হাসান। এনসিপির সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল সহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

পরবর্তীতে তারা সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয় কমিটির সদস্য হাফেজ মাওলানা সামিউল ইসলাম। পাশাপাশি শহীদদের পরিবারের সাথে কৌশলাদি বিনিময় করেন ও সদ্য এর পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় এনসিপির জেলা সমন্বয় কমিটির অন্যতম যুগ্ম সমন্বয়কারী শাহিদুর রহমান সম্রাট বলেন, সহস্রাধিক শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে তাদের আত্মত্যাগ এর বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ এর স্বপ্ন দেখছি। তাদের রক্তের বিনিময়ে পাওয়া এই বিপ্লবকে আমরা নষ্ট হতে দেবো না। এই শহীদদের আত্মত্যাগী আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক বৈধতাই হচ্ছে শহীদের আত্মত্যাগ। আমরা এই বিপ্লবকে বেহাত হতে দিব না। আমরা চাই সরকার যেন দ্রুত এই সকল হত্যার বিচার নিশ্চিত করেন, সাজার ব্যবস্থা করেন এবং অনতিবিলম্বে মৌলিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন।

সেইসাথে সকল শহীদদের পরিবারকে সাথে নিয়ে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে পারে এই আশাবাদও ব্যক্ত করেন।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,