সারাদেশ

পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৭দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সুস্থ পরিবেশ রেখে যেতে চাই যাতে করে তারা শারিরীক ও মানুষিক বিকাশে সুস্থ ধারার জীবন ধারনে বৃক্ষ সহায়ক ভূমিকা পালন করে।

সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দরা ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন। উদ্বোধনের পর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ খান সহ জেলা প্রশাসন, বনবিভাগ এর কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন নার্সারি মালিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাত দিন ব্যাপী এই মেলা ৩০টি স্টল অংশগ্রহণ করেছে । মেলাটি আগামী ১৩ ই জুলাই সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছের পাশাপাশি সৌন্দর্য বর্ধনে ও বনায়ন এর উপযোগী বিভিন্ন প্রকার বৃক্ষ রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,