সারাদেশ

পাহাড় পেরিয়ে আলোর পথে: লক্ষীছড়ি উপজেলায় এসএসসি পাসের হার ৭৩%

লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধি- মোহাম্মদ রানা
খাগড়াছড়ি জেলার দুর্গম ও প্রত্যন্ত একটি জনপদ লক্ষীছড়ি। পাহাড়-নদীঘেরা এই উপজেলার শিক্ষাক্ষেত্র দীর্ঘদিন ধরেই নানা সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছে। সেই বাস্তবতায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় লক্ষীছড়ি উপজেলার শিক্ষার্থীরা যে ফলাফল অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
চলতি বছর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩১৫ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৩০ জন, অকৃতকার্য ৮৫ জন। পাশের হার দাঁড়িয়েছে ৭৩ শতাংশ, যা এই পাহাড়ি অঞ্চলের শিক্ষা অগ্রগতির একটি তাৎপর্যপূর্ণ সূচক।
এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা এবং সর্বোপরি উপজেলা প্রশাসনের সদিচ্ছা ও নিরলস প্রচেষ্টা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের নেতৃত্বে প্রশাসন শুরু থেকেই বিদ্যালয়গুলোর পাঠদান, উপস্থিতি এবং সার্বিক মান উন্নয়নে নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে। দুর্গম এলাকায় বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষকদের সহায়তা—এইসব উদ্যোগই আজ ফল দিতে শুরু করেছে।
একসময় যে লক্ষীছড়ি ছিল শুধুই একটি পিছিয়ে পড়া উপজেলা, আজ তা শিক্ষার আলোয় ধীরে ধীরে জেগে উঠছে। এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে লক্ষীছড়ি শিক্ষায় একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমনটাই আশা করছেন অভিভাবক ও সচেতন মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,