চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরাদের সেরা।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরিক্ষার ফলাফলে চিরিরবন্দরে শিক্ষা নগরীতে সেরাদের সেরা ফলাফল অর্জন করেছে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।
এসএসসি ফলাফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১৫৮ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ১৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৬২ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৫৪ জন জিপিএ-৫, একাইটিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৫৭ জন অংশগ্রহন করে ৩৯ জন, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে ১৯১ জন অংশগ্রহন করে ১৮৬ জন জিপিএ-৫, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১০১ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য এই উপজেলায় ভাল মানের ২২ টি রেসিডেন্সিয়াল মডেল স্কুল রয়েছে।
স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন বলেন, শিক্ষকগণের নিবিড় পরিচর্যা, অভিভাবকগণের সাপোর্ট, শিক্ষার্থীদের কঠোর অনুশীলন ও অধ্যাবসায়ের কারণে এ ফলাফল অর্জিত হয়েছে। এ ফলাফলে সকলেই আনন্দিত।