সারাদেশ

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল উপহারের আম 

বেনাপোল প্রতিনিধি
প্রতিবছরের মত এবার ও বাংলাদেশ থেকে উপহারের ৪ শত কেজি ৮০ কাটুন আম পাঠানো হয়েছে ভারতে।
বুধবার (৯ জুলায়) দুপুর ২ ৩০ মিনিটের দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আমের ট্রাক প্রবেশ করে ভারতের পেট্রাপোল বন্দরে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার আমের ট্রাক ভারতে ঢোকার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে জানান, আম বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।
জানা গেছে, বেনাপোল বন্দরের শুণ্যরেখা থেকে উপহারের আম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রহন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন। জানা গেছে তিনি পরবর্তীতে নিদিষ্ট গন্তব্যে পৌছে দিবেন।
এদিকে কাগজ পত্রে আমের আমদানি কারক ডেপুটি হাইকমিশন দি পিপুল ইন্ডিয়া এবং রফতানি কারক উল্লেখ করা হয়েছে মিনিষ্ট্রি অব ফরেন এ্যাপিয়ার ঢাকা।
বেনাপোল বন্দর থেকে উপহারের আম ভারতে পাঠাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পূর্ন করেন সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল।
এদিকে আম হস্তান্তরের সময় বন্দর কার্গোভেহিকেল টার্মিনালে কাস্টমস,বন্দর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এক ঘন্টার জন্য সকল গণমাধ্যমকর্মীদের বন্দরে প্রবেশের উপর নিষেধ করা হয়েছিল। নিষেধ থাকায় বাণিজ্য সংশিষ্টরা ভারতে আম যাচ্ছে এতটুকু মন্তব্যের বাইরেও দুপুরে কোন কথা বলতে রাজি হয়নি। তবে বন্দর ও কাস্টমসের রেজিস্টার থেকে কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করে। রাতে ছবি ও চিঠি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,