সারাদেশ

বহুতল ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু 

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
গাজীপুরের কালিয়াকৈড় থানার আন্দারমানিক পূর্ব পাড়ায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মুক্তি খাতুন (১৯) নামের এক তরুণী নিহত হয়েছেন। শ‌নিবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তি খাতুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর দক্ষিণপাড়ার মুকুল হোসেনের মেয়ে। জানা যায়, প্রায় দুই বছর আগে পরিবারের অমতে তিনি সাব্বির হোসেন নামে এক যুবকের সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য চাপ ও শারীরিক নির্যাতনের শিকার হন।
মুক্তির পরিবার জানায়, মেয়ের গর্ভে সন্তান আসার পরও স্বামীর পরিবার মেনে নেয়নি। চার মাস আগে সন্তানসহ বাবার বাড়ি ফিরে এলে, পুনরায় তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। কিন্তু নির্যাতনের ধরণ আরও বাড়তে থাকে।
ঘটনার দিন সকালে তৃতীয় তলা থেকে পড়ে মুক্তি নিহত হন। পরে তার মরদেহ গোপনে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা জানান।
বেলকুচি থানার ওসি মোঃ জাকেরিয়া হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,