সারাদেশ

ঝিনাইদহে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু: লক্ষ্য ২ লাখ ১৭ হাজার ৮০০

 মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি। লক্ষ্য—জেলায় ২ লাখ ১৭ হাজার ৮০০ নতুন সদস্য অন্তর্ভুক্তি।
শনিবার (12/07/25) সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
কর্মসূচিতে বক্তৃতা দেন
আমিরুজ্জামান খান শিমুল (কেন্দ্রীয় নেতা)
মীর রবিউল ইসলাম লাভলু
সাইফুল ইসলাম ফিরোজ
আবু সাইদ (নির্বাহী কমিটির সদস্য)
তারেকুজ্জামান তারেক
জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সদস্য সংগ্রহ কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে তৃণমূলে সংগঠন আরও শক্তিশালী হবে।
তবে তাঁরা সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে।
তৃণমূল নেতাদের অভিযোগ:
অনুষ্ঠানে তৃণমূল নেতারা অভিযোগ করেন,
পরীক্ষিত নেতারা দলে উপেক্ষিত”
৫ আগস্টের পর যারা দলে সক্রিয় হয়েছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে”
কিছু নেতা আওয়ামী লীগের কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,