ঝিনাইদহে সাংবাদিক ফয়সাল আহমেদ’র মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ’র মাতা রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
দীর্ঘদিন ধরে তিনি থেলাসেমিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ।খুলনা বিভাগীয় প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখা। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। আন্তর্জাতিক মানব অধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ঝিনাইদহ জেলা শাখা। ও টেলিভিশন সাংবাদিক ফোরাম, সহকর্মী সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।