জয়পুরহাটের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২০ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পারফরম্যান্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২০ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ জনসহ মোট ৪০ জন সেরা শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।