চিরিরবন্দরে র্যাবের বিশেষ অভিযানে ৪৮০ পিস ইয়াবা সহ যুবলীগ নেতা আটক-২

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় র্যাবের বিশেষ অভিজানে ৪৮০ পিচ ইয়াবাসহ যুবলীগের দুই নেতাকে আটক করেছে।
গতকাল শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার রাণীরবন্দর বাজারে থেকে তাদের আটক করে র্যাব। আটককৃতরা হলে উপজেলার আন্ধারমুহা গ্রামের সাবেক ইউপি সদস্য নুরল আমিন শাহ এর ছেলে মাহফুজুর রহমান শাহ(৩০) ও সাতনালা গ্রামের নজরুল ইসলামের ছেলে সেহানুর রহমান (২৮)। তাঁরা দুজনে উপজেলা যুবলীগের সদস্য।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন ” গতরাতে দিনাজপুর র্যাব-১৩ একটি দল তাদেরকে মাদকসহ আটক পরে থানায় হস্তান্তর করে,এঘটনায় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।