ঝিনাইদহের ৬ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহ জেলার ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম আসাদ। সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন,
অনলাইনের মাধ্যমে এতদিন শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ ছিল। এখন থেকে সবধরনের জিডি অনলাইনে করা যাবে। ফলে থানায় না গিয়েই ঘরে বসে সাধারণ জনগণ জিডি করতে পারবেন। এতে সময়, অর্থ ও ভোগান্তি কমবে, সেইসাথে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”