সারাদেশ

পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে  বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি পালন

পিরোজপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান । সামাজিক সংগঠন “বৃক্ষ উৎসর্গ ” তাকে এই কাজে সহযোগিতা করছেন।
সোমবার (২১ জুলাই) সকাল ১১ টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ অংশ নেন বিএনপির নেতাকর্মী
এসময় বিদ্যালয় মাঠে ও রাস্তার দু’পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা লাগান তিনি। বৃক্ষরোপনের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার দুইধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,