সারাদেশ

বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে: মামুন মাহমুদ

মোঃলিটন চৌধুরী, (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যাণ্ড কলেজে বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। ঢাল নেই তলোয়ার নেই এরকম একটি সরকার দীর্ঘ দিন ক্ষমতায় বসে থাকার জন্য বিএনপি এত বছর ধরে আন্দোলন সংগ্রাম করেনি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রীণ গার্ডেন পার্টি সেণ্টারে মাইলস্টোন স্কুল অ্যাণ্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, এ বিমান দুর্ঘটনা কেন ঘটলো, কেন প্রশিক্ষন বিমান এ এয়ারপোর্ট থেকে চলবে, এ বিমান চালানোর মত উপযুক্ত কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করার আনুষ্ঠানিকতা হয়েছে কিনা, আসলে এটা দুর্ঘটনা, নাকি কোন নাশকতা, এসব খতিয়ে দেখার জন্য তদন্ত করতে হবে। এ ঘটনা পরিকল্পিত কিনা বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষিদের খুঁজে বের করে আইনের আওয়ায় আনতে হবে।
অন্তর্বতী সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়। অথচ আন্দোলনের নামে যখন তখন সচিবালয়ে ঢুকে পরছে। বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে চলা আন্দোলনে স্লোগান দেওয়া হয়েছে পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার। তারাও সচিবালয়ে ঢুকে গেছে। বিএনপি দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। কখনো সচিবালয়ে প্রবেশ করেনি। আর এখন কিছু হলে আন্দোলকারীরা সচিবালয়ে ঢুকে পড়ে। এটা সরকারের চরম ব্যর্থতা।
অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সদস্য আজহারুল ইসলাম মান্নান, শহিদুল ইসলাম টিটু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, অকিল উদ্দিন ভূঁইয়া, একরামুল করিম মামুন,নাদিম হাসান মিঠু, শাহজাহান মেম্বার, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,