সারাদেশ

সংবাদের পর পঞ্চগড়ের আটোয়ারীতে প্রকল্প বাস্তবায়ন করলেন আওয়ামীলীগের চেয়ারম্যান

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ের আটোয়ারীতে প্রকল্প বাস্তবায়ন করলেন,আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
এর আগে পঞ্চগড়ে প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছেন আওয়ামীপন্থি চেয়ারম্যান শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে অর্থ বছর শেষ হয়ে আরো এক বছর পার হলেও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় টাকা আত্মসাতের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের আক্ষেপ, প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু তারা সেবা পাচ্ছেন না। চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন কাজে গড়িমসি করেছেন।
স্থানীয়রা জানান, নির্বাচনের আগে এলাকাবাসীর চিকিৎসা সেবার জন্য ব্যক্তিগত অর্থে  এ্যাম্বুলেন্স কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন চেয়ারম্যান। কিন্তু সাড়ে তিন বছরেও সেটা করেননি। এদিকে অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রকল্পের টাকা নিয়েও দুই বছরেও বাস্তবায়ন করেননি চেয়ারম্যান। বলরামপুর ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ১২ লাখ ৭ হাজার ৯০০ টাকা বরাদ্দ হয়। নিয়ম অনুযায়ী কাগজপত্র দাখিল করে টাকা উত্তোলন করেন। প্রকল্পের স্ক্রীম নেওয়া হয় ইউপিতে সর্ব সাধারনের জন্য জরুরি চিকিৎসা নিতে ও বিভিন্ন হাসপাতালে রোগী পৌঁছানোর জন্য  এ্যাম্বুলেন্স ক্রয় করা প্রয়োজন। প্রকল্পের সভাপতি করা হয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জবা রানীকে। তবে এতোদিনেও এ্যাম্বুলেন্স না কিনার বিষয়টি শুনে হতভঙ্গ প্রকল্প সভাপতি। পরে তিনি বলেন, সে বিষয়ে চেয়ারম্যান ভাল জানেন, কতদিনে এ্যাম্বুলেন্স নিবেন।
বলরামপুর ইউনিয়ন পরিষদের সচিব মো.মখলেছুর রহমান বলেন, কয়েকদিন হল ঠিকাদার এ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছেন।আমরা এখনও আনুষ্ঠানিক উদ্ধোধন করিনি তবে রোগী পরিবহনের কাজ চলমান আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,