সেনবাগে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা
নোয়াখালীর জেলার সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত সেবারহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
২৬ জুলাই ২০২৫, দুপুর আনুমানিক ১টার সময় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেবারহাট বাজারের “দরজা গ্যালারি” নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে কাবিলপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও তার সহযোগী সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫) কে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোতালেব ও পলাতক আসামী বুলেট ফারুক ওরফে মুন্না ফেনী থেকে ইয়াবার একটি চালান এনে সেবারহাট বাজারে রাকিবের কাছে হস্তান্তরের সময় পুলিশের হাতে ধরা পড়ে। স্থানীয় জনতার সহায়তায় সেনবাগ থানা পুলিশ তাদের আটক করে।
তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা লেনদেনের নগদ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।