সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে ‘জুলাই পুনর্জাগরণ’, সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, ঔষধ বিতরণ, সুদবিহীন ঋণ, প্রতিবন্ধিকার্ড ও শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভার) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, ¯ একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধি মো. ফরহাদ হোসাইন, এনসিপি প্রতিনিধি রেজাউল করিম মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্্র, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, জামায়েত ইসলামী দুর্গাপুর শাখার আমীর মো. আব্দুর রাজ্জাক, বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজন উপজেলার সকল জনগণের মাঝে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছে। উপজেলার ব্রীজ, ব্যাস্ততম সড়ক ও স্থাপনা গুলো অত্র এলাকা থেকে যারা শহীদ হয়েছেন তাদের নামে নামাকরণ করার জন্য জোর দাবী জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,