সারাদেশ

দুর্ঘটনায় পড়ে প্রয়োজনীয় ট্রমা সেন্টার—কিন্তু ৫ বছরেও চলছে না

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ সদরে মুলিবাড়ি রেলক্রসিং ঘেঁষে পাঁচ বছর আগে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল ট্রমা সেন্টার। মূলত ঢাকা-রাজশাহী-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদানে জেলা স্বাস্থ্য বিভাগের চাহিদায় স্থানীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় হাসপাতালটি নির্মাণ করা হয়। কিন্তু জনবলের অভাবে পাঁচ বছরেও প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি।
এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, দুর্ঘটনাকবলিতরা অন্যদিকে সরকারের প্রায় ১১ কোটি টাকায় নির্মিত হাসপাতালটি পড়ে রয়েছে অযত্ন আর অবহেলায়।
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। ব্যস্ততম এই মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনায় হতাহত হয় অনেকেই।
সড়ক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যেই নির্মাণ করা হয় এ হাসপাতালটি। নির্দিষ্ট সময় শেষে ২০২০ সালের নভেম্বরে নির্মাণকাজ শেষ হয়। কিন্তু নির্মাণের ৫ বছর পার হলেও এখনো উদ্বোধন করা হয়নি এই ট্রমা সেন্টারটি। এতে সড়ক দুর্ঘটনায় হতাহত রোগীদের আগের মতোই ১০ থেকে ১২ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেক সময় পথেই মারা যাচ্ছে অনেকে। হাসপাতালটি চালুর মাধ্যমে দুর্ঘটনাকবলিত রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।
অভিযোগ আছে, গত আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সময় সরকারি অর্থ লুটপাট ও নয়ছয়ের পরিকল্পনায় ২০২০ সালে তড়িঘরি করে নির্মাণ করা হয় এ ট্রমা সেন্টার। অথচ এর জনবল নিয়োগে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সিরাজগঞ্জ জেলা সদর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে মহাসড়কের পাশে রেলের জমিতে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়।
ট্রমা সেন্টারের সিকিউরিটি গার্ড মোঃ নজরুল ইসলাম জানান ভবনগুলো দেখা শোনার দায়িত্বে আমি কর্মরত আছি, ভবনগুলোর ভিতরে কোন প্রকার যন্ত্রপাতি মালামাল নেই।
ট্রমা সেন্টারের অফিস সহায়ক মোঃ রনি তালুকদার বলেন আমরা ভিতরে তালা দিয়ে শুধু বসে থাকি, তাছাড়া তো আমাদের কিছুই করার নাই।
এবিষয়ে জেলা সিভিল সার্জন ডা. নুরুল আমীনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনে তার সাড়া পাওয়া যায়নী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,