সারাদেশ

কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হলো পুরস্কার 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গনমাধ্যমকর্মী, সুধীজন, ও শিক্ষার্থী ছাত্র-ছাত্রীগন অংশ নেন।ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি:দায়িত্ব) দীনেশ চন্দ্র পাল। বক্তব্য রাখেন, সরকারী এম ইউ কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈয়, সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, শিক্ষার্থী শিবলী নোমান ও আসই হাসনা।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক পরিদর্শক আব্দুল আলিম জানায়, ২০২২ সাল থেকে এ পর্ষন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ণ মেধাবী ২৯ জন ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রনালয়ের (পিবিজিএসআই) স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় প্রতি বছরই মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে নগদ অর্থ ও ক্রেষ্ট পুরস্কার দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,