সারাদেশ

খেলার মাঠে যেন খেলাই থাকে হাটহাজারী পার্বতী স্কুল মাঠে মাসব্যাপী মেলা বন্ধের দাবিতে সমাবেশ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী ১৩ আগষ্ট থেকে মাসব্যাপী ব্যবসায়িক মেলার আয়োজন বন্ধের জোড় দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন।
এ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে মেলা বন্ধে করনীয় শীর্ষক সমাবেশ অনুষ্টিত হয়েছে। সন্ধ্যায় হাটহাজারী জাগৃতি কার্যালয়ে হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুর শুক্কুর এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মানবাধিকার কর্মী আছলাম মোর্শেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক খোরশেদ আলম শিমুল, জাগৃতির সভাপতি মোঃ ওসমান, হাটহাজারী খেলওয়ার সমিতির সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী, জাগৃতির সম্পাদক সোহেল রানা, সাংবাদিক আবু তালেব বক্তব্য রাখেন।
সভায় ২৯ জুলাই (মঙ্গলবার) দুপুর ২:৩০ এ হাটহাজারী নির্বাহী অফিসের মাধ্যমে জেলা প্রশাসক কে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে উপজেলা সদরের চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি উপজেলার ইতিহাস-ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এবং উপজেলা সদরের কেন্দ্রীয় মাঠ হিসেবে পরিচিত। ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র এই মাঠে স্কুল, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের নানা খেলাধুলার আয়োজন হয়ে থাকে নিয়মিত। এ মাঠে বানিজ্য মেলার কারণে একদিকে যেমন নিয়মিত খেলাধুলায় বাধা সৃষ্টি হবে, অন্যদিকে মাঠের স্বাভাবিক গঠন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাঠে মঞ্চ নির্মাণ, মাঠের চারদিকে স্টল নির্মান, খুঁটি পুঁততে গর্ত খনন এবং ভারী যানবাহন চলাচলের কারণে মাঠের ঘাস ও মাটি ক্ষতিগ্রস্ত হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসীমউদ্দীন বাবুল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি আলী আজম, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুর মান্নান দৌলত, আলী আকবর জিন্নাহ, কামালপাড়া যুব সংঘের সভাপতি মোঃ ওসমান ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুজন, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম তালুকদার, কাজী ফোরকান, জিয়াউদ্দিন মিজান, মোহাম্মদ রায়হান, সাইমুন প্রমুখ।
বক্তারা আরো বলেন, স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সংশ্লিষ্টদের উচিত দীর্ঘমেয়াদী উন্নয়ন চিন্তার অংশ হিসেবে খেলার মাঠগুলোকে শুধু খেলারই জন্য নির্ধারিত রাখা। বাণিজ্যিক মেলা কিংবা অপ্রাসঙ্গিক অনুষ্ঠানের জন্য আলাদা স্থান নির্ধারণ করাই হবে যুক্তিযুক্ত পদক্ষেপ।
এসময় হাটহাজারীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতুবৃন্দ এবং খেলোয়াররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জেলা প্রশাসকের থেকে অনুমোদন পাওয়ার দাবি করে বাংলাদেশ বেনারসি মুসলিম এন্ড জামদানি সোসাইটি নামে একটি প্যাড সর্বশ্ব সংস্থা হাটহাজারী সদরের পার্বতী স্কুল মাঠে বাণিজ্য মেলা করার জন্য ডেকোরেশন এর কাজ শুরু করলে বিক্ষব্ধ হয়ে উঠে সর্বস্থরের মানুষ। হাটহাজারীর এই ঐতিহ্যবাহী মাঠে স্থায়ীভাবে মেলার আয়োজন বন্ধ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। তাদের দাবি খেলার মাঠে যেন শুধুই খেলাধুলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,