সারাদেশ

মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫ ফাইনাল অনুষ্ঠিত

শহিদুল ইসলাম (নাগরপুর) প্রতিনিধিঃ খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল এর উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে নাগরপুর নজরুল সেনার সার্বিক সহযোগীতায়, যদুনাথ ময়দান (হাসপাতাল) মাঠে মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি দরগ্রাম স্পোর্টিং ক্লাব বনাম গড়পাড়া ফুটবল একাডেমির মধ্যে টান-টান উত্তেজনায় ১-০ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
প্রায় ২৪-২৫ হাজার ফুটবল প্রেমীদের উৎসাহ উদ্দিপনায়, ১ আগষ্ট শুক্রবার বিকেলে ফুটবল ফাইনাল খেলায়, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আশরাফুজ্জামান বিশ্বাস (সেলিম) এর সঞ্চালনায় ও টুর্নামেন্টের আহবায়ক হাবিবুর রহমান খান লিটনের সভাপতিত্বে খেলাটি উদ্ভোধন করেন, খেলার একমাত্র পৃষ্ঠপোষক খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল।
এ ফুটবল ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মামুন পাটোয়ারী, সাউদ ব্রিজ এগ্রো এর ম্যানেজিং ডাইরেক্ট রাশেদুর রহমান।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ গড়পাড়া ফুটবল একাডেমির খেলোয়াড় সিপনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিল্পপতি খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল এবং নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
মরহুম খন্দকার আবুল কালাম (হুমায়ুন) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৮ শত ডলার এবং রানার্সআপ দলের হাতে ৪ শত ডলার পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মামুন পাটোয়ারী ও সাউদ ব্রিজ এগ্রো এর ম্যানেজিং ডিরেক্টর রাশেদুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,