সারাদেশ

সাদুল্লাপুরে ৩ বছরের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আশরাফুল ইসলাম  গাইবান্ধা ::
গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ৩ বছর ধরে পলাতক থাকা পর গ্রেফতার করেছেন পুলিশ । তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক মাসের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম সৈয়দ সামিউল ইসলাম (৩৬)। তিনি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মৃত সৈয়দ মনোয়ার হোসেনের পুত্র।
জানা যায়, তার বিরুদ্ধে গত ২০২২ সালে আদালতে দায়েরকৃত পারিবারিক দেনমোহর মামলায় গাইবান্ধা জেলা দায়রা জর্জ আদালতের সহকারী জর্জ (সাদুল্লাপুর) আবু রায়হান এর আদালতে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে। এ মামলার নম্বর ৫৬/২২। তবে রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের চেষ্টায় তাকে আইনের আওতায় নেওয়া হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন জানান, দীর্ঘ চেষ্টার পর পুলিশ প্রযুক্তির ব্যবহার করে সফলভাবে পলাতক আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেন। আদালতের মাধ্যমে আজ সোমবার (৪আগস্ট) গ্রেফতারকৃত আসামি সামিউলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,