সারাদেশ

হোমনায় ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন: বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা:-ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয়ের ঐতিহাসিক দিন স্মরণে কুমিল্লার হোমনায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে এই বিজয় র‍্যালি হোমনা আদর্শ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি ও প্রবাসী বিএনপি নেতা মনোয়ার সরকার। তিনি বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের যে সূচনা হয়েছিল, তা ছিল এই দেশের গণতন্ত্রকামী মানুষের এক ঐতিহাসিক বিজয়। জনগণের বিজয় মানে হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা। বিএনপি সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে যাকে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য মনে করবেন, তাকেই আমরা মেনে নেবো নেতা হিসেবে। আমরা সকলেই দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে একত্রিত থেকে দেশের জন্য কাজ করবো।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজিব, ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত মোল্লা, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মোঃ শরীফুল্লাহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এখন সময়ের দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

র‍্যালি ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘ফ্যাসিস্ট হাসিনার পতন চাই’, ‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন হোমনার রাজপথ।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আরও সচেতনতা ও সক্রিয়তার আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,