জয়পুরহাটে শহীদদের স্মরণে বৃক্ষরোপন অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় নিশির মোড় এলাকায় এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ডের জেলা শাখার আহ্বায়ক উৎপল কুমার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার জাতীয় স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল,জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মোঃ লোকমান হোসেন, সদর থানা ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিক, সাধারণ সম্পাদক নোমায়ের হোসেন, মোহাম্মদাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।