সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুমকিতে বিএমএসএস’র মানববন্ধন

মোঃ আরিফুর রহমান (মামুন)
দুমকি জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দেশব্যাপী জেলা উপজেলায় প্রতিবাদ সমাবেশের অংশ হিসাবে পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে সকাল ১১টায় কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম আমির হোসাইন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও মোঃ সুমন মৃধা, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল রাজ রন্টি প্রমূখ। বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বিএম এসএফ ১৪ দফা বাস্তবায়ন এবং আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।