সারাদেশ

১০৮ বয়সে না ফেরে দেশে চলে গেলেন সাংবাদিক মীর আতিকুজ্জামানের পিতা কমরুজ্জামান

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মীর মো. আতিকুজ্জামানের পিতা অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার আলহাজ্ব মীর মো. কমরুজ্জামান (১০৮) সকলকে রেখে চলে গেছেন না ফেরার দেশে। তিনি রোববার (১০আগস্ট) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রোয়ার গ্রামের বাসিন্দা ছিলেন।
মীর মো. কমরুজ্জামান ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং মরহুম মজিবুর রহমান আক্কেলপুরীর ঘনিষ্ঠ সহচর। তিনি ১৯৩৬ সালে নওগাঁ সিনিয়র মাদরাসা থেকে পড়াশোনা শেষ করে ১৯৪৩ সালে ব্রিটিস রেলওয়েতে কলকাতায় যোগদান করেন। তাঁর প্রথম পোস্টিং ছিলো অবিভক্ত ভারতবর্ষের শিলিগুড়ি। ১৯৭৯ সালে পোড়াদহ জংশন স্টেশন মাস্টার হিসাবে অবসরে যান। চাকুরী জীবনে- বাসুদেবপর, রানীনগর, সান্তাহার, ভবানীপুর স্টেশনে দীর্ঘদিন ধরে চাকুরী জীবনে বেশিভাগ সময় কাটে এবং নিজগ্রাম রোয়াইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা হিসেবে ২৮ বছর সভাপতি ও রোয়ার শাহ সেকেন্দার জুনিয়র হাইস্কুল, মসজিদ, ঈদগাঁ মাঠ প্রতিষ্ঠা করেন। এছাড়াও সান্তা এমদাদুল উলম হাফিজী মাদরাসার দীর্ঘ ১২ বছর সভাপতিরও দায়িত্ব পালন করেছেন।
তিনি ছয় পুত্র, চার কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর রোয়ার গাজীপীর শাহ সেকেন্দার (র:) ঈদগাঁ মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব, আক্কেলপুর মহিলা কলেজের সকল শিক্ষক, সাংবাদিক মহলসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ
এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,