সারাদেশ

লালমনিরহাট হাতীবান্ধায় দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ

লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে দুই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। কর্মকর্তারা হলেন মিঠুন বর্মণ ও মো. বেলাল হোসেন। বিভিন্ন প্রকল্প, সাব ক্লাস্টার প্রশিক্ষণ, এবং শিক্ষা সংক্রান্ত কার্যক্রমে নিয়মবহির্ভূতভাবে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষার্থীদের প্রথম প্রান্তিক মূল্যায়ন/২০২৫ এর প্রশ্নপত্র প্রণয়নের জন্য শিক্ষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এই অর্থ থেকে মিঠুন বর্মণ ৩,০০০ টাকা এবং বেলাল হোসেন ৩,৫০০ টাকা সম্মানী হিসেবে গ্রহণ করেন, যা বিধিসম্মত নয়। এই অর্থ গ্রহণের কোনো বৈধ প্রমাণপত্র না থাকায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে যে, বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন বরাদ্দের কাজ সম্পাদনের পর প্রত্যয়নপত্র দেওয়ার জন্য তারা বরাদ্দের আকার অনুযায়ী ১,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত আদায় করেন। অভিযোগকারীরা আরও জানান, এই দুই কর্মকর্তা নিম্নমানের উপকরণ সরবরাহ করে স্লিপ ফান্ডসহ অন্যান্য ফান্ডের টাকা আত্মসাত করেন।
স্থানীয় সচেতন মহল এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে শিক্ষা অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তা মো. জাকিউজ্জামান বলেন, “আমি অফিসে নতুন যোগদান করেছি। আমার কাছে হাতীবান্ধা নাগরিক পার্টির তিন জনের স্বাক্ষরে একটি অভিযোগ এবং টংভাঙ্গা ইউনিয়নের নাজির হোসেন নামে এক ব্যক্তির একই অভিযোগ পেয়েছি। আমি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।” উল্লেখ্য, বেলাল হোসেন হাতীবান্ধা শিক্ষা অফিসে প্রায় দশ বছর ধরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,