সারাদেশ

খালেদা জিয়ার জন্মদিনে বানারীপাড়ায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া। 

বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম গোরস্থান এতিমখানায় বিএনপি নেতা আনিস মৃধার উদ্যোগে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মল্লিক, সহ দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য দলের সভাপতি খসরু নোমান নান্নু মৃধা, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ) সহ স্থানীয় গন্যমান্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দোয়া মোনাজাত পরিচালনা করেন এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মাহমুদুল হাসান।

এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,