খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস) এর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার ৩ নং লতা ইউনিয়নের শামুকপোতা বাজার, কাঠামারী, লতা বাজার ও ধোলাইসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির গঠিত রাষ্ট্র কাঠামো ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন—বাবু তুষার কান্তি মন্ডল, অ্যাড. সাইফুদ্দীন সুমন, মাস্টার বাবর আলী গোলদার, আবু মুছা সরদার, বি. এম. আকিজ উদ্দীন, মো. হুরায়রা বাদশা, এম. সামাদ হাসান, মো. শহিদুর রহমান, মোশারাফ হোসেন, মো. আবু হানিফ মিলন, সুমন আহমেদ, অ্যাড. মুন্না, বাবুল, সাধু চরন বিশ্বাস, তপন মন্ডল, খোকন গাজী, ইব্রাহিম সরদার, শান্ত, আবু ইছা প্রমুখ।
এসময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।