সারাদেশ

ইয়াবা ভর্তি ক্রিকেট ব্যাট নিয়ে বিমানে উঠার আগেই আটক দুই যুবক

আলফাজ মামুন নুরী: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা ভর্তি করে বিমানে উঠার আগেই আটক হয়েছে দুই যুবক।

শনিবার দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের তল্লাশিকালে তাদেরকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃতদের একজন কক্সবাজার বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মচারী।

এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা লুকিয়ে বহনের খবর গোপন সূত্রে আগে থেকেই পাওয়া যায়। তল্লাশির সময় সন্দেহজনক ব্যাট পরীক্ষা করে ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত দুই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।###

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,