সারাদেশ

আটোয়ারীতে সংখ্যালঘু মহিলাকে ধর্ষন চেষ্টায়, থানায় অভিযোগ ভুক্তভোগীর

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গোবিন্দ চন্দ্র পাল (৫৫ ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মধ্য বয়সী বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ ওঠেছে। এদিকে ধর্ষণ চেষ্টার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধর্ষণের চেষ্টার এ ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের  আলোয়াখোয়া গ্রামে। ওই বিধবা নারী আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার ১৮ আগষ্ট সকালে চিকিৎসা নিতে ভর্তি হন।
ভুক্তভোগী ওই জানান, গত আট মাস আগে তার স্বামী অসুস্থতাজনিত কারনে মারা যান। স্বামী মারা যাওয়ার সুযোগে একই এলাকার গোবিন্দ রায় প্রায় সময়ে ফোনে এবং  অনেক সময় সরাসরি কু-প্রস্তাব দিয়ে আসতো। আমি তার কথায় সারা না দেয়ার কারনে গত ১৭ আগষ্ট  রোববার রাতে আমি প্রকৃতির কাজে বাইরে গেলে সুযোগ বুঝে গোবিন্দ চন্দ্র পাল গোপনে আমার বাসায় আমার অগোচরে শয়ন কক্ষে প্রবেশ করে। এসময়য় দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে গিয়ে আমার মুখ চাপে জড়িয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে এবং  শরীরের বিভিন্ন  জায়গায় হাত লাগিয়ে স্পর্শ করে ও ধর্ষণের জন্য ধ্বস্তাধ্বস্তি শুরু করেন।
সে সময় কোন মতে আমি নিজেকে ছাড়িয়ে চিৎকার দিলে আমার বড় ছেলে এসে দেখেন যে
গোবিন্দ ঘরে ঢুকেছে। সাথে সাথে আমার ছেলে বাহির থেকে প্রতিটি কক্ষের দরজা লাগিয়ে দেন।
এসময় গোবিন্দ নিজেকে বাচার তাগিদে ঘরের টিনের চালা ফাটিয়ে পালিয়ে যান। পরে ওই অসহায় বিধবা নারী ৯৯৯ এ ফোন করে। পরে ঘটনা জানতে পেরে এলাকাবাসী সহযোগিতায়  ভোরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ওই মহিলাকে
আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এ পরিদর্শন করেন এবং ওই মহিলার নিকট ঘটনার বিষয়গুলো শোনেন।
ভুক্তভোগী ওই মহিলা অভিযুক্ত গোবিন্দ রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এদিকে অভিযুক্ত গোবিন্দ চন্দ্র পালের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, এব্যাপারে পরে কথা বলবো।
এবিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, ওই বিধবা নারীর ধর্ষনের চেষ্ঠার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,